প্রতিটি মেয়েই চায় স্বামীর সংসার শশুর-শাশুড়িকে সঙ্গে নিয়ে করতে। যতদিন না শশুর-শাশুড়ি মারা না যায়, ততদিন সব মেয়েই একসাথে থাকতে চায়। স্বামী যতই দূরে থাকুক, বাড়িতে শশুর-শাশুড়ি, দেওর-ভাসুর-ননদ থাকলে আর কী লাগে। বাড়িঘর যেন আনন্দে ম-ম করে। মায়ামতিরও ইচ্ছে ছিল তিলে তিলে গড়ে তোলা শশুর-শাশুড়ির সংসারে চাকরিজীবীর বউ না হয়ে কাজের মেয়ে হতে। নিজের সংসারে কাজ করতে লজ্জা কিসের? কিন্তু সে সুযোগ মায়ামতি পেল কোথায়? একের পর এক ঝড়-যন্ত্রণা একদিকে মায়ামতির স্বপ্ন-আশাকে চুরমার করে ভেঙে দিল, আরেকদিকে ভেঙে গেল আলেয়া বেগমের সুখের পুরনো সংসার। এর নেপথ্যের ঘটনা কী?