সৃজনশীল সাহিত্যের মধ্যে ‘ছড়াসাহিত্য’ অন্যতম। সমকালীন ছড়া প্রতিবাদেরও হাতিয়ার। শিশুতোষ ছড়া শিশু-কিশোরদের মনকে প্রফুল্ল করে তোলে। ছড়া তুলনামূলক ছোটো, সহজবোধ্য ও ছন্দময় হওয়ায় শিশুরা খুব সহজে আয়ত্ত করতে পারে। মুখে মুখে আওরাতে পারে। তাই শিশু-কিশোররা যাতে তাদের উপযোগি চমৎকার ছড়া পড়তে পারে, সে দিকে নজর দিতে হবে। বলা হয়ে থাকে, ছড়াসাহিত্যের প্রতি পাঠকদের আগ্রহ কমছে। সত্যই যদি আগ্রহ কমতে থাকে, তবে কেন কমছে তা নির্ণয়পূর্বক উত্তরণ ঘটানো জরুরি।
যাইহোক, আমি ছড়াসাহিত্য খুবই কম চর্চা করি। যেহেতু শিশুসাহিত্য নিয়ে লেখালেখি করি, সেহেতু শিশুতোষ ছড়ার বই প্রকাশ করা উচিত। সেই ঔচিত্যবোধ থেকে ‘বর্ণছবি প্রকাশন’ থেকে প্রকাশ হল আমার শিশুতোষ ছড়াগ্রন্থ ‘দুষ্টু ছেলের দল’। এ গ্রন্থে অর্ন্তভুক্ত প্রতিটি ছড়া শিশু-কিশোরদের মন ছুঁয়ে যাবে। ছন্দে ছন্দে আনন্দ-শিক্ষার রসদ তৈরি হবে। সর্বোপরি, ছড়াগুলো শিশু-কিশোরদের নৈতিকতা, বুদ্ধিদৃপ্ততা ও দুরন্তপনাকে উষ্কে দিবে। ওদের মনকে নাড়া দিতে পারলেই আমার সার্থকতা।